ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

আজ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের ভোট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৮, ২ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

উৎসব মুখর পরিবেশে প্রথমবারের মতো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মুহাম্মদ ফজলে এলাহী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আজ শনিবার (২ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিষদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে বাহার-আলীম-জিন্নাত এবং রাশেদা-কাশেম-রাজ্জাক পরিষদ ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর সহকারী শিক্ষা অফিসার থেকে উপ-পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অধিদপ্তরের উপ-পরিচালক (সংস্থাপন) মো. দেলোয়ার হোসেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি