ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

আন্তর্জাতিক টেকসই সম্মেলনের সদস্য হলেন প্রাইম ব্যাংকের তৌহিদুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৫, ২৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. তৌহিদুল আলম খান সার্বিয়ার একটি সংস্থা কর্তৃক আয়োজিত আগামী জুলাই-২০১৯-এ ব্যাংককে অনুষ্ঠিতব্য ‘আন্তর্জাতিক টেকসই উন্নয়ন সম্মেলন-২০১৯’-এর পর্যবেক্ষণ ও মূল্যায়ন কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

বিশ্বের ৩৫টির বেশি দেশের মনোনয়ন প্রাপ্তদের মধ্য হতে ফিলিপাইনের তিনজন, ভারতের একজন এবং বাংলাদেশ থেকে একজনসহ মোট পাঁচজন কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত সদস্যবৃন্দ আগামী সম্মেলনে উপস্থাপিতব্য বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছ থেকে প্রাপ্ত গবেষণা পর্যালোচনাসহ জুরি বোর্ডের সদস্য হিসেবে কাজ করবেন।

উল্লেখ্য, আগামী জুলাই মাসে তিন দিনব্যাপী এই সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, থাইল্যান্ড, ইতালী, ফিনল্যান্ড, ভারত, মালয়েশিয়া, ফিলিপাইন, নেদারল্যান্ডস, জাপান, তুরষ্ক, চীন, কোরিয়া, চেক প্রজাতস্ত্র, তাইওয়ান, হাঙ্গেরি, সুইডেনসহ ২৫টিরও বেশি দেশের প্রতিনিধিগণ টেকসই উন্নয়নের উপর তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন। বাংলাদেশ হতে এই প্রথম একজন টেকসই উন্নয়নের উপর অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি এ ধরণের একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাসম্পন্ন সম্মেলনের পর্যবেক্ষণ ও মূল্যায়ন কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হলেন।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি