ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

আহ্ছানউল্লায় জব ফেস্ট কর্মশালা অনুষ্ঠিত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৪, ১৬ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এইউএসটি) রোববার জব ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিভিল ইজ্ঞিনিয়ারিং বিভাগের উদ্যোগে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী শরিফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মাদ আবদুল গফুর। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ ও শিক্ষার্থীরাও এতে উপস্থিত ছিলেন।

জব ফেস্টের উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী শরিফুল আলম বলেন, এটা খুবই ভালো উদ্যোগ। শিক্ষার্থীরা এই ফেস্টের মাধ্যমে জব পাবে এটা তাদের জন্য ভালো। আর যে প্রতিষ্ঠানগুলো এ ধরনের কাজে এগিয়ে আসছে তারাও প্রশংসার দাবি রাখে। 

পরে বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই কর্মশালাটির স্পন্সর ছিলেন জিপিএইচ ইস্পাত। সেমিনারে জিপিএইচ ইস্পাতের হেড অব মার্কেটিং ও একজন উপদেষ্টা বিভিন্ন বিষয়ে কর্মশালায় অভিজ্ঞতা তুলে ধরেন। 

পরে বিভিন্ন স্টল ঘুরে শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো চাকরির জন্য সিভি দেন। সেইসঙ্গে চাকরি দাতা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও করেন। এসময় সিভিল ইজ্ঞিনিয়ারিং বিভাগের প্রধান শিক্ষার্থীদের আধুনিক জ্ঞানে সমৃদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান।

এই জব ফেস্টে ৯টি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো চাকরিপ্রার্থীদের কাছ থেকে সিভি জমা নেন। শিক্ষার্থীরা বেশ আগ্রহ নিয়ে সিভি জমা দেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি