ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ইংলিশ ফুটবলে বাংলাদেশি বংশোদ্ভূত হামজা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৭, ২১ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১১:৪০, ২২ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশি বংশোদ্ভূত হামজা দেওয়ান চৌধুরীর হামজার অভিষেক হয়েছে ইংলিশ ফুটবলে। তাঁর মা ক্যারিবিয়ান, বাবা বাংলাদেশি। তাঁর জন্ম ইংল্যান্ডে। অবাক করার মতো হলেও সত্য যে, ১৯ বছর বয়সী এই তরুণ গত মঙ্গলবার লেস্টার সিটির জার্সিতে লিভারপুলের বিপক্ষে মাঠে নেমেছেন।

লিগ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে তাঁর দল লেস্টার সিটি ২-০ গোলে জিতে লিভারপুলকে হারিয়ে বিদায় করে দিয়েছে। এই জয়ের মধ্য দিয়ে হামজার অভিষেকটাও হয়েছে দারুণ। সতীর্থ উইলফ্রেড এনদিদির বদলি হয়ে মাঠে নামেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার।

এ ম্যাচে হামজা একেবারেই শেষ মুহূর্তে মাঠে নেমেন। ৮৪ মিনিটে মাঠে নেমে নিজেকে প্রমাণ করার খুব একটা সুযোগ পাননি। তবে তাঁর দলের জয় নিশ্চয়ই তাঁর আনন্দটা আরো বাড়িয়ে দিয়েছে।

হামজা প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার যিনি ইউরোপের শীর্ষ স্তরে খেলার সুযোগ পেয়েছেন। এই আসরে খেলতে পেরে দারুণ খুশি হামজা। তিনি জানিয়েছেন ‘এটা আমার জন্য দুর্দান্ত অনুভূতি, এমন আসরে খেলতে পারাটা। বিশেষ করে নিজের শহরের দলের হয়ে খেলতে পারাটা আরো ভালো লাগাল।’

কেআই/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি