ঢাকা, বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫

ইউএনডিপি-নিমকো ‘মিডিয়া অ্যাওয়ার্ড’ পেলেন শাকেরা আরজুসহ ১০ সাংবাদিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৪, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৬:৩৫, ১০ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

বিচার বিভাগের স্বাধীনতা ও সংস্কার সংক্রান্ত প্রতিবেদনের জন্য ইউএনডিপি-নিমকো “মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫” পেলেন একুশে টেলিভিশনের সিনিয়র সাংবাদিক শাকেরা আরজুসহ ১০ সাংবাদিক।

বুধবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। 

আশবাদ ব্যক্ত করে তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় গণমাধ্যম কর্মী এবং আইন প্রতিবেদকদের ভূমিকার জন্য এই মিডিয়া অ্যাওয়ার্ড অনুপ্রেরণার সঞ্চার করবে। বিচার বিভাগের স্বাধীনতা এবং জনগণের আইনি অধিকার নিশ্চিতকল্পে বিচার বিভাগ সম্পর্কিত গণমাধ্যমকর্মীদের অধিকতর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রেজিস্ট্রার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান, ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন উন্নয়ন) (উপসচিব) মোসাম্মাৎ রহিমা আক্তার, ইউএনডিপি-বাংলাদেশের প্রতিনিধি মো. মাজেদুল ইসলাম, দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি