ইউসিবির এমডি হলেন আরিফ কাদরী
প্রকাশিত : ১১:২৬, ২৩ ডিসেম্বর ২০২১
 
				
					ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আরিফ কাদরী। এর আগে তিনি ব্যাংকের এএমডি হিসেবে কর্মরত ছিলেন।
আরিফ কাদরী ১৯৮৪ সালে আরব বাংলাদেশ ব্যাংকে যোগদানের মাধ্যমে তার পেশাগত জীবনের সূচনা করেন।
তিনি আরব বাংলাদেশ ব্যাংক, আল-বারাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, মেঘনা ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে মানব সম্পদ বিভাগ প্রধান, ক্যামেলকো, চিফ রিস্ক অফিসার, হেড অব ইন্টারনাল কন্ট্রোল ও কমপ্লায়েন্স বিভাগ প্রধান, চিফ অপারেটিং অফিসার প্রভৃতিসহ ব্যাংকের বিভিন্ন ব্যবস্থাপনা পর্যায়ে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। —বিজ্ঞপ্তি
এসএ/
 
আরও পড়ুন
 
				        
				    






























































