ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইটিভিতে ইনডোর ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২২, ২৭ নভেম্বর ২০২১ | আপডেট: ২৩:৩৩, ২৭ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

প্রতি বছরের মতো এবারও ইনডোর ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২১ এর আয়োজন করেছে একুশে টেলিভিশন কর্তৃপক্ষ। শনিবার (২৭ নভেম্বর) একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পীযূষ বন্দ্যোপাধ্যায় পায়রা উড়িয়ে ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রাক্তন কৃষি সচিব শ্যামল কান্তি ঘোষ, বার্তা প্রধান রাশেদ চৌধুরী, কোম্পানি সচিব আতিকুর রহমান, প্রশাসন ও মানবসম্পদ বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত মেজর নাসিম হোসেন, ইটিভির প্রধান বার্তা সম্পাদক ড. অখিল পোদ্দার, উপ বার্তাপ্রধান সাইফ ইসলাম দিলাল, অনুষ্ঠান প্রধান পংকজ বণিক, সিনিয়র বিজনেস এডিটর আতিয়ার রহমান সবুজ, সম্প্রচার প্রধান সুজন দেবনাথ, বিপনন বিভাগের প্রধান ফেরদৌস নাইম পরাগসহ অন্যরা। 

প্রধান অতিথি পীযূষ বন্দোপাধ্যায়সহ অন্যান্য অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্যাডমিন্টন কমিটির যুগ্ম আহ্বায়ক শাম্মী আক্তার ও আল আমিন হক। প্রতিযোগিতা শুরুর প্রথম রাউন্ডে ১৪টি দল অংশ নেয়। 

ইনডোর এ ব্যাডমিন্টন প্রতিযোগিতার আহ্বায়ক ইটিভির প্রধান বার্তা সম্পাদক ড. অখিল পোদ্দার বলেন, এবারের খেলায় ৭৩টি দল অংশ নেবে। প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে খেলবে। সবার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

খেলায় অংশ নিতে আগ্রহীদের আগামী তিন দিনের মধ্যে মানবসম্পদ ও প্রশাসন বিভাগে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন ব্যাডমিন্টন কমিটির  ‍যুগ্ম আহ্বায়ক আল আমিন হক।

 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি