ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

ইতালি সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ১৬ মে ২০২৫ | আপডেট: ০০:০৪, ১৭ মে ২০২৫

Ekushey Television Ltd.

ইতালি সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। শুক্রবার (১৬ মে) দেশে ফেরেন তিনি।

বিমান বাহিনী প্রধান ৭ মে বুধবার ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ইতালি বিমান বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল লুকা গোরেত্তির আমন্ত্রণে ৮ ও ৯ মে অনুষ্ঠিত অ্যারোস্পেস পাওয়ার কনফারেন্স (এএসপিসি), ২০২৫ এ অংশগ্রহণ করেন হাসান মাহমুদ খাঁন। রোমে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন।

এছাড়া হাসান মাহমুদ খাঁন ইতালির সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিওনার্দো এস.পি.এ.’ এর আমন্ত্রণে লিওনার্দো ফ্যাসিলিটিজ পরিদর্শন করেন।

এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

উল্লেখ্য বিমান বাহিনী প্রধান সরকারি সফরে ইতালির উদ্দেশ্যে গত ৭ মে বুধবার ঢাকা ত্যাগ করেন।

 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি