ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ইনজুরিতে মুশফিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ২২ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি প্রেসিডেন্টস কাপে লিগ পর্বের ষষ্ঠ ও শেষ ম্যাচে তামিম একাদশের বিপক্ষে ডান কাঁধের ইনজুরিতে পড়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক।

এই টুর্নামেন্টে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন নাজমুল একাদশের হয়ে খেলেছেন মুশফিক।

ম্যাচে উইকেটের পেছনে তামিম একাদশের ব্যাটসম্যান ইয়াসির আলির ক্যাচ ধরতে গিয়ে কাঁধে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন মুশফিক। বোলার ছিলেন পেসার আল-আমিন হোসেন।

চেষ্টা করেও ক্যাচটি ধরতে পারেননি মুশফিক। তবে তার ইনজুরি সর্ম্পকে এখনো স্পষ্ট ধারনা পাওয়া যায়নি।

নাজমুল একাদশের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছে মুশফিক। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি। সেঞ্চুরির পর, তৃতীয় ও চতুর্থ ম্যাচে টানা দু’টি হাফ-সেঞ্চুরি করেন মুশি।

আজও ৫১ রানের ইনিংস খেলেন মুশফিক। তার হাফ-সেঞ্চুরিতে নাজমুল একাদশ ১৬৫ রানের সংগ্রহ পায়।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি