ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

ইবিতে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন

প্রকাশিত : ১৪:৫৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

মঙ্গলবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চ সংলগ্ন আম বাগানে এ মেলার উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কথা সাহিত্যেক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হাসান আজিজুল হক, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক শামসুজ্জামান খান, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার দোকান পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী বলেন, আমাদের দেশে বই মেলা ঢাকা ও শহর কেন্দ্রিক হয়ে গেছে। এটি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামে-গঞ্জে ছড়িয়ে দিতে পারলে সাংস্কৃতিক বিপ্লব সৃষ্টি হবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি