ইবি টিএসসিসির নতুন পরিচালক ড. মিজান
প্রকাশিত : ১৯:০১, ২৪ নভেম্বর ২০১৯
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নতুন পরিচালক হিসেবে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান নিয়োগ পেয়েছেন। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, টিএসসিসির সদ্যসাবেক পরিচালক অধ্যাপক ইয়াছিন আলী ১৮ নভেম্বর মৃত্যুবরণ করেন। ফলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী আগামী এক বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেন। নবনিযুক্ত পরিচালক ড. মিজান বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল করতে যা যা করণীয় সবাইকে সাথে নিয়ে তা করতে চাই।
প্রসঙ্গত, অধ্যাপক ড. মিজানুর রহমান এর আগে তিনি বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট ও প্রগতিশীল শিক্ষক সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া অনুবাদক হিসেবেও তাঁর সুনাম রয়েছে।
কেআই/আরকে
আরও পড়ুন










