ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

ইসলামী ব্যাংকের মার্চেন্ট ব্যাংকিং বিজনেস উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৫, ৩০ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইবিসিএমএল)-এর মার্চেন্ট ব্যাংকিং বিজনেসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম ৩০ সেপ্টেম্বর ২০১৯ রাজধানীর দিলকুশায় আইবিসিএমএল’র প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। 

এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জে.কিউ.এম হাবিবুল্লাহ্, এফসিএস, হাসনে আলম, মোঃ আব্দুল জব্বার, মোঃ ওমর ফারুক খান ও মোঃ সালেহ্ ইকবাল এবং আইবিসিএমএল এর ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুর রহিম সহ ব্যাংক ও আইবিসিএমএল’র নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি