ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ইসলামী ব্যাংকের সিলেট জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ২৭ মে ২০১৭ | আপডেট: ১৪:৪৮, ২৭ মে ২০১৭

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর সিলেট জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার হবিগঞ্জের দ্য প্যালেস রিসোর্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞা প্রধান অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মুনিরুল মওলা ও আবু রেজা মো. ইয়াহিয়া এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শফিকুর রহমান ও জাফর আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান মোহাম্মদ সাঈদউল্ল্যাহ। ব্যাংকের ঊধ্বর্তন নির্বাহী, সিলেট জোনের শাখাসমূহের ম্যানেজার, ম্যানেজার অপারেশন্স ও বিভিন্ন বিভাগের ইনচার্জগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।

মো. আব্দুল হামিদ মিঞা প্রধান অতিথির ভাষণে বলেন, শরীআহ পরিপালন এবং মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে ইসলামী ব্যাংকের প্রতি জনগণকে আরো বেশি আকৃষ্ট করতে হবে। তিনি আমানত সংগ্রহ, বিনিয়োগ সম্প্রসারণ ও রেমিট্যান্স সেবা বৃদ্ধিসহ সামগ্রিক লক্ষ্য অর্জনে শাখা সমূহকে অধিকতর তৎপর হওয়ার তাগিদ দেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি