ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ইস্তাম্বুলের বিমানবন্দরে সন্ত্রাসী হামলার ঘটনায় এখন পর্যন্ত প্রায় ২০ আইএস সদস্য আটক

প্রকাশিত : ১৩:৪৯, ৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:৪৯, ৩ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে সন্ত্রাসী হামলার ঘটনায় এখন পর্যন্ত প্রায় ২০ আইএস সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তুর্কী কর্তৃপক্ষ। হামলার ঘটনাস্থল পরিদর্শনের সময় এ তথ্য জানিয়েছেন, প্রেসিডেন্ট তায়িপ এরদোয়ান। হামলার পর দেশব্যপী সন্ত্রাস দমন অভিযানে তাদের আটক করা হয়েছে। এদিকে হামলায় অংশ নেয়া দুই জঙ্গির নাম প্রকাশ করা হয়েছে। তবে তৃতীয় হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। গেল মঙ্গলবার রাতে আতাতুর্ক বিমানবন্দরে সন্ত্রাসী হামলায় নিহত হয় ৪৫জন। এছাড়াও আহত হয়েছিল প্রায় আড়াইশ মানুষ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি