ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

ইয়াবেএক্স’র সঙ্গে রবির চুক্তি

প্রকাশিত : ২১:৫৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

গ্রাহকদের স্মার্টফোন কেনায় আর্থিক সহযোগিতা দেওয়ার লক্ষ্যে কমভিভা’র ফিনটেক কোম্পানি ইয়াবেএক্স’র সঙ্গে একটি চুক্তি সই করেছে রবি।
বার্সেলোনায় চলমান ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৯’এ রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং ইয়াবেএক্স’র ফাউন্ডার ও চিফ এক্সকিউটিভ অফিসার রজত দয়াল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেছেন।

এ সময় রবি’র চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার শিহাব আহমেদ, চিফ টেকনোলজি অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন অফিসার মেধাত আল হুসেইনি, ডিজিটাল সার্ভিস’র এক্সকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকী, টেকনোলজি অপারেশনস’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সরকার সোহেল আহমেদ, আইওটি অ্যান্ড প্রোডাক্ট ইনোভেশন’র ভাইস প্রেসিডেন্ট মো. শওকত কাদের চৌধুরী, পাবলিক অ্যাফেয়ার্স’র ভাইস প্রেসিডেন্ট রাজ শরীফ শাহ জামাল এবং কমভিভা’র গ্লোবাল মার্কেট ইউনিট’র ভাইস প্রেসিডেন্ট রেমাস তেওদোরেসকু ও চিফ মার্কেটিং অফিসার সুরদ্বীপ ভার্মা উপস্থিত ছিলেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি