ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

ইয়ামাহা’র প্লাটিনাম ডিলার ক্রিসেন্ট এন্টারপ্রাইজের দুই বছর পূর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২১, ২০ নভেম্বর ২০১৮ | আপডেট: ১১:১৩, ২২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

এসিআই মটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মটরসাইকেল এবং এর খুচরা যন্ত্রাংশের একমাত্র ডিস্ট্রিবিউটর। এ সি আই স্বনামধন্য কোম্পানির একটি সহায়ক প্রতিষ্ঠান এ সি আই মটরস।

বর্তমানে সারাদেশে ইয়ামাহা’র ২টি ফ্ল্যাগশিপ সেন্টার ও ৩৯টিরও বেশি থ্রিএস ডিলার পয়েন্ট রয়েছে, এদের মধ্যে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ অন্যতম।

গত ১৬ নভেম্বর জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মিরপুর ক্রিসেন্ট এন্টারপ্রাইজে উদযাপিত হল ক্রিসেন্ট এন্টারপ্রাইজের দুই বছর পূর্তি। বাইকার এবং বাইক লাভারদের নিয়ে নানা আয়েজনের মধ্যে দিয়ে দিনটি পালন করে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ। নানা আয়োজনের পাশাপাশি বাইকারদের জন্য ছিল অ্যামিউজমেন্ট গেম ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে বাইকার ও বাইক প্রেমীদের পাশাপাশি এসিআই মটরস এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি