ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

উত্তরাখণ্ডে ভারতীয় কপ্টার বিধ্বস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৬, ২১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। রাজ্যটির উত্তরকাশী জেলার মোরি থেকে মোলডি যাওয়ার পথে হঠাৎ ভেঙে পড়ে হেলিকপ্টারটি। এতে কপ্টারটিতে থাকা তিন কর্মকর্তা নিহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম বলছে, হেলিকপ্টারটি উত্তরাখন্ডের বন্যাদুর্গতদের জন্য ত্রাণ বহন করছিল। এ সময় তাতে থাকা তিনজন কর্মকর্তাদের প্রত্যেকেই নিহত হয়েছেন।

সম্প্রতি উত্তরাখণ্ডের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ পর্যায়ের দিকে যাচ্ছে। এখন পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন। উত্তরাখণ্ডের ত্রাণ সরবরাহের প্রধান সমন্বয়কারী জানান, রোববার থেকে টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

বন্যায় রাজ্যের আরাকোট, মাকুড়ি, মোলডা, সানেল, তিকোচি ও দ্বিচুনু জেলার পরিস্থিতি বেশি খারাপ। গতকাল মঙ্গলবার সানেল জেলা থেকে বেশ কয়েকজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। সূত্র-এনডিটিভি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি