ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

ঋণ পুনর্গঠনের সময় বাড়ল আর্থিক প্রতিষ্ঠানের 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১০, ১০ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের ঋণ পুনর্গঠনের সময় বৃদ্ধি করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ঋণ পুনর্গঠনে আগের তুলনায় দ্বিগুণ সময় পাবেন আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা। আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়, বিদ্যমান কভিড-১৯ বাস্তবতায় আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে গ্রাহকের আর্থিক সঙ্গতি বিশ্লেষণ করে স্বীয় বিবেচনায় পুনর্গঠনের সিদ্ধান্তে উপনীত হতে পারে সে লক্ষ্যে ঋণ সুবিধার মেয়াদ বৃদ্ধির সময়সীমা অবশিষ্ট মেয়াদের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত হতে পারবে। আগে এই সময়সীমা ছিল ২৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, আগে যেসব আর্থিক প্রতিষ্ঠান ৮ বছর মেয়াদী কোনো ঋণ পুনর্গঠনের জন্য হাতে সময় পেত দুই বছর। এখন থেকে তারা একই ঋণ পুনর্গঠনের সময় পাবেন চার বছর।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি