ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

এইদিনে ভারতকে ১০ উইকেটে হারায় ইংলিশরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

১৯৮০ সালের আজকের এইদিনে শক্তিশালী ভারতকে ১০ উইকেটে হারায় ইংলিশরা। আজ থেকে ৩৮ বছর আগে ১৯৮০ সালের ১৫-১৯ ফেব্রুয়ারির ওই টেস্ট ম্যাচে দিলীপ ভেংসরকারের ভারতকে বড় ব্যবধানে হারায় মাইক ব্রেয়ারলির ইংল্যান্ড।

টসে জিতে শুরুতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। উদ্বোধনী জুটিতে ভাল সূচনা করলেও কেউ অর্ধশতকের ঘরে পৌঁছতে পারেনি। এতে ২৪২ রানে থেমে যায় ভারতের ইনিংস। এর পর ব্যাট করতে নেমে ইয়ান বোতামের সেঞ্চুরিতে ২৯৬ রান তোলে ইংলিশরা। ৫৪ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভেংসরকাররা। তবে দ্বিতীয় ইনিংসে ইংলিশদের বোলিং তোপে মাত্র ১৪৯ রানেই গুটিয়ে যায় ভারতীয়দের ইনিংস। কার্সন গাভরি একাই ধসিয়ে দেন ভারতীয় ইনিংস।

মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে ৯০ রান তোলে ইংলিশরা। এতেই জয়ের বন্দরে পৌছে যায় সফররত ইংলিশ ক্রিকেটাররা। নিজেদের মাটিতে এমন লজ্জাজনক হারের কথা ভারত আজও ভুলতে পারেনি। ভুলতে পারেনি ক্রিকেট বিশ্বও।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি