এখনও ফুরিয়ে যাননি ওয়াসিম আকরাম
প্রকাশিত : ২২:২১, ৬ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:০১, ৭ ফেব্রুয়ারি ২০১৮

বিশ্বের বিভিন্ন দেশে সামরিক বাহিনীগুলোতে একটি প্রবাদ প্রচলিত আছে। “ওয়ান্স এ সোলজার, অলওয়েজ এ সোলজার”। অর্থ্যাত একবার যিনি সৈনিক হন তিনি বাকি জীবনেও সৈনিকই থেকে চান। তার বাহ্যিক রুপে পরিবর্তন আসলেও ভেতরের “সৈন্য” সবসময়ই থেকে যায়। পাকিস্তানের সাবেক তারকা বোলার ওয়াসিম আকরাম যেন সেই কথারই এক বাস্তব উদাহরণ।
গতকাল সোমবার পাকিস্তানে এক প্রীতি টি-টুয়েন্টি ম্যাচে নিজের ভেতরে থাকা সেই “বোলার” ওয়াসিম আকরামকেই যেন বের করে নিয়ে আসলেন খোদ ওয়াসিম আকরামই। পাকিস্তান সুপার লীগে তুফান একাদশের বিপক্ষে সুলতান একাদশের হয়ে মাঠে নামেন ১৪ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ওয়াসিম আকরাম। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গতি আর সুইং মাস্টার সেই ওয়াসিম আকরামকে আবারও দেখা গেল সবুজ মাঠে।
৫১ বছর বয়সী আকরামের বোলিং মোকাবেলা করতে রীতিমত ঘাম ঝড়াতে হয়েছিল ইমরান নাজির আর শোয়েব মালিকদের। ইমরান নাজির কোন মতে এ ‘অগ্নিপরীক্ষা’-তে উতরে গেলেও ছিটকে পরেন শোয়েব মালিক। ওয়াসিমকে মোকাবেলা করার প্রথম বলেই অল্পের জন্য বেঁচে গেলেও দ্বিতীয় বলেই কট-বিহাইন্ড হয়ে মাত্র দুই রানে কিপারের তালুবন্দী হন মালিক।উইকেট শিকারের পরই মাঠের খেলোয়াডেরা শুভেচ্ছা জানাতে ঘিরে ধরেন এই কিংবদন্তি বোলারকে। তাতে বাদ যাননি আউট হওয়া খোদ শোয়েব মালিকও।
উইকেট শিকারের পাশাপাশি পুরো স্পেল জুড়েই দুর্দান্ত বোলিং করেছেন ওয়াসিম আকরাম। আর সেই সাথে আবারও নিজের বোলিং দক্ষতাকে তুলে ধরেন এই পাকিস্তানি গ্রেট।
নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ৩৫৬টি ওয়ানডেতে ৫০২টি উইকেট শিকার করেন এই সাবেক তারকা বোলার। পাশাপাশি ১০৪ টেস্টে ৪১৪টি উইকেট নেন ওয়াসিম। ২০০২ সালে বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টই ছিল এই বোলারের ক্যারিয়ারের শেষ টেস্ট।
সূত্রঃ এনডিটিভি
//এস এইচ এস//