ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

‘এনপিএসবি বাংলা কিউআর ক্যাশব্যাক ক্যাম্পেইন’ চালু ব্যাংক এশিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্যোগের অংশ হিসেবে, ব্যাংক এশিয়া তার গ্রাহকদের জন্য ‘এনপিএসবি বাংলা কিউআর ক্যাশব্যাক ক্যাম্পেইন’ চালু করেছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে রাজধানীর পুরানা পল্টনস্থ ব্যাংকের কর্পোরেট অফিসে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের প্রধান মোঃ মনিরুজ্জামান খান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনের আওতায়, ব্যাংক এশিয়ার গ্রাহকবৃন্দ ন্যূনতম ১,০০০ টাকার ক্রয়ে ১২% ক্যাশব্যাক পাবেন। সর্বোচ্চ ক্যাশব্যাকের পরিমাণ হবে ৫০০ টাকা। ক্যাম্পেইনের মেয়াদ থাকবে ২২ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি