ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

এমটিবি ব্যাংকের স্বতন্ত্র পরিচলক এম. মোকাম্মেল হক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪১, ১৯ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

এম. মোকাম্মেল হক সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি পাইওনিয়ার ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত জনতা ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া তিনি রূপালী ব্যাংক লিমিটেডে ১৯৭৭ থেকে ১৯৮০ সাল পর্যন্ত পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি গণপ্রজাতন্ত্রী বাংলদেশ সরকারের শিক্ষা, ভূমি, বাণিজ্য এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মোকাম্মেল রপ্তানী উন্নয়ন ব্যুরো’এ ভাইস চেয়ারম্যান, বিনিয়োগ বোর্ডে এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং প্রোগ্রামিং অ্যান্ড সোশিও ইকোনোমিক ইন্ফ্রাস্ট্রাকচার, প্ল্যানিং কমিশনে সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বর্তমানে তিনি কবি মোজাম্মেল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আন্ডারপ্রিভিলেজ্ড চিলড্রেন প্রোগ্রাম’র (ইউসেপ) সদস্য হিসেবে দায়িত্বরত আছেন।

এমএস/এসি
  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি