ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

এসআইবিএল গ্রাহকদের বীমা সুবিধা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৯, ১৩ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড তার সঞ্চয়ী ও বিনিয়োগ গ্রাহকদের ভবিষ্যতকে সুরক্ষিত করতে আকষর্ণীয় জীবন বীমা সুবিধা চালু করেছে। মাসিক সঞ্চয় স্কিমের (ডিপিএস) আওতায় বীমাকৃত মূল্যের উপর গ্রাহকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে নমিনি মুনাফাসহ সঞ্চয়ের সমুদয় টাকা উত্তোলনের পাশাপাশি পাবেন পনেরো লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমা সুবিধা।

সঞ্চয়ী হিসাবে বীমার আওতায় গ্রাহকের কিছু হলে নমিনি ব্যাংকে মুনাফাসহ সঞ্চিত অর্থের সমুদয় টাকা উত্তোলনের পাশাপাশি পাবেন তিন লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমা সুবিধা। কনজ্যুমার বিনিয়োগ গ্রাহকগণও পলিসি মোতাবেক জীবন বীমা সুবিধা পাবেন। 

গ্রাহকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে নমিনি পনেরো লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমা সুবিধা পাবেন। যা দিয়ে বিনিয়োগের টাকা পরিশোধ করা যাবে। প্রত্যেকটি হিসাবই ইসলামী শরীআহ মোতাবেক পরিচালিত।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি