ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪

এসএএম হোসাইন স্ট্যান্ডার্ড ব্যাংকের ইসির চেয়ারম্যান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ২৪ মার্চ ২০২০

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক, ব্যবসায়ী ও সমাজসেবক এসএএম হোসাইন ব্যাংকের নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি পরিচালনা পর্ষদের ৩২৬তম সভায় তাকে নির্বাচিত করা হয়।

এসএএম হোসাইন চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসার মধ্য দিয়ে তিনি ব্যবসা জীবন শুরু করেন। বাণিজ্যে স্নাতক এসএএম হোসাইন ভিক্টর গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ভিক্টর ইলেকট্রনিক্স, ভিক্টর ইন্টারন্যাশনাল ও সামিরা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী, হোটেল ভিক্টরি লিমিটেড, লিংক আপ স্টিল মিলস লিমিটেড এবং ইস্টার্ন মেটাল ইন্ডাস্ট্রিজ (চট্টগ্রাম) লিমিটেডের চেয়ারম্যান। এছাড়া তিনি সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, প্রাইম ইন্স্যুরেন্স কো. লিমিটেড, ইস্টার্ন পেপার অ্যান্ড বোর্ড মিলস (চট্টগ্রাম) লিমিটেড, ইন্টারকন্টিনেন্টাল সিকিউরিটিজ লিমিটেড, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল এবং সারপ্রাইজ ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশনের প্রতিষ্ঠাতা পরিচালক। 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি