ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ২৭ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৫:৩৪, ২৭ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে তা প্রকাশ করেছে সরকার।

আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষার সূচি চূড়ান্ত করে সোমবার (২৭ সেপ্টেম্বর) প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। 

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৪ নভেম্বর এসএসসি ও ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষার তারিখ ধরেই রুটিন অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার বিকালে বৈঠকের পর চূড়ান্তভাবে এটি প্রকাশ করা হবে।

সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা এবং দুপুর ২টা থেকে বিকেল সাড়ে তিনটা, দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

করোনা পরিস্থিতি বিবেচনায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্ত:শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ কমিটির আহবায়ক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষা সংক্রান্ত তেরটি নির্দেশনা দেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রণালয় সূত্র জানায়, ১৪ নভেম্বর বিবেচনায় এনে মাধ্যমিক ও সমমান পরীক্ষার রুটিন অনুমোদন দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব খালেদা আখতার স্বাক্ষরিত রুটিন নিয়ে বিকেলে শিক্ষা বোর্ড বৈঠক করবে।

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি