ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ওকলা টেস্ট অনুযায়ী ঢাকায় সর্বোচ্চ ডাউনলোড গতি রবি’র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৩, ১৭ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইন্টারনেট পরীক্ষা, ডেটা ও বিশ্লেষণের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান ওকলা’র তথ্য অনুযায়ী ঢাকায় ডাউনলোডে সর্বোচ্চ গতি প্রদান করছে দেশের বৃহত্তম ৪.৫জি নেটওয়ার্ক সরবরাহকারী অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।   

২০১৮ সালের তৃতীয় প্রান্তিকে করা ওকলার স্পিডটেস্ট অনুযায়ী ঢাকা বিভাগে অন্যান্য প্রতিযোগীদের তুলনায় ধারাবাহিকভাবে সর্বোচ্চ ডাউনলোডের গতি প্রদান করছে অপারেটরটি।  

বিশেষ এই অর্জন উদযাপন করতে যে কোন রবি নম্বর থেকে ১২৯ টাকা রিজার্চ করলে ৭ দিন মেয়াদী ৬ জিবি ডেটা (৩ জিবি যেকোন ও ৩ জিবি ৪.৫জি ডেটা) উপভোগ করতে পারবেন রবি’র সকল গ্রাহকরা। 

দেশে ৪.৫জি চালুর প্রথম দিনই ৬৪টি জেলায় ৪.৫ জি সেবা পৌঁছে দিয়ে এক মাইলফলক অর্জন  নিশ্চিত করেছে রবি। ৭ হাজার ৩শ’টির বেশি ৪.৫জি সাইটের মাধ্যমে অপারেটরটি দেশের ৯৯ শতাংশেরও বেশি থানায় নেটওয়ার্ক সম্প্রসারিত করেছে।

এছাড়া ৫জি সেবায় সফল পরীক্ষার মাধ্যমে একমাত্র অপারেটর হিসেবে ডিজিটাল খাতে নেতৃত্বস্থানীয় পর্যায়ে আছে রবি।

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি