কমেছে পেঁয়াজ, ডাল ও ফার্মের মুরগীর দাম, মাছের বাজার কিছুটা উর্ধ্বমুখি
প্রকাশিত : ১৯:৩৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:১৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৭
রাজধানীর বাজারে সবজি, তেল, চিনি-সহ বেশীরভাগ পণ্যের দাম রয়েছে স্থিতিশীল। গেলো সপ্তাহের তুলনায় কমেছে পেঁয়াজ, ডাল ও ফার্মের মুরগীর দাম। তবে, মাছের বাজার কিছুটা উর্ধ্বমুখি বলে জানালেন ক্রেতারা।
রাজধানীতে শীতের প্রকোপ না থাকলেও বাজারে রয়েছে বিভিন্ন রকম শীতের সবজি। দামও স্থিতিশীল বলে জানান ক্রেতা-বিক্রেতারা। সীম, ফুলকপি, মটরশুটি, লাউ-সহ বেশ কিছু সবজির দাম ৪০ টাকার মধ্যে।
মাছের বাজারে কাতল, রুই, কোরাল-সহ কিছু বড় মাছের দাম বেশী বলে জানান ক্রেতারা।
এদিকে তেল, চিনি, মসলাসহ অন্যান্য নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের দামেই। আর কমেছে মসুর ডালের দাম।
পেঁয়াজের বাজার নিম্নমুখি হলেও বেড়েছে রসুনের দাম। আর আদার দাম স্থিতিশীল।
এদিকে গত সপ্তাহের তুলনায় ফার্মের মুরগীর দাম কেজীতে ২০ টাকা কমেছে বলে জানান দোকানীরা।
আরও পড়ুন