ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোখলেছুর সম্পাদক মোস্তাফিজুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৬, ৭ অক্টোবর ২০২০ | আপডেট: ১৯:৫১, ৭ অক্টোবর ২০২০

সভাপতি মোহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান

সভাপতি মোহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান

Ekushey Television Ltd.

বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মোহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মোস্তাফিজুর রহমান।

গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে এ পরিষদ গঠন করা হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে শুভেচ্ছা জ্ঞাপন, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে সরকারী মাধ্যমিক শিক্ষক পরিবারের সদস্যদের (শিক্ষক, শিক্ষিকা ও কর্মকর্তা) উপস্থিতিতে মোহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরীকে সভাপতি ও মো. মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আশরাফুল হক ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়। কমিটির সদস্য সংখ্যা ৮১। 

পরে নব গঠিত কমিটি রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি