ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

কুবির স্নাতকোত্তরের ভর্তি ফি কমলো ৩১ শতাংশ

প্রকাশিত : ২১:০০, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতকোত্তরে ভর্তি ফি প্রায় ৩১ শতাংশ কমিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ৭২তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।

জানা যায়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তিতে খরচের তুলনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত ফি আদায় করা হতো। যা শিক্ষার্থীদের সামর্থ্যের বাহিরে ছিল। দীর্ঘদিন ধরে ভর্তি ফি কমানোর দাবি করে আসছিল শিক্ষার্থীরা। সেই সাথে উপাচার্য বরাবর স্মারকলিপিও দেয় শিক্ষার্থীরা। যার প্রেক্ষিতে উপাচার্য শিক্ষকদের নিয়ে একটি কমিটি করে দেন। কমিটির সুপারিশের ভিত্তিতে একাডেমিক কাউন্সিল এবং পরবর্তীতে সিন্ডিকেট সভায় প্রায় ৩১ শতাংশ ফি কমানোর বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়।

এতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের স্নাতকোত্তরের ভর্তি ফি ১৪,৩৭০ টাকা থেকে কমিয়ে (৩১.১১%) ৯,৯০০ টাকা, কলা ও মানবিক অনুষদে ১০,২৭০ টাকা থেকে কমিয়ে (৩০.৮৭%) ৭,১০০ টাকা, বাণিজ্য এবং আইন অনুষদে ১৩,০৭০ টাকা থেকে কমিয়ে (৩০.৩৭%) ৯,১০০ টাকায় আনা হয়েছে।

এছাড়া সমাজবিজ্ঞান অনুষদে (লোক প্রশাসন এবং অর্থনীতি বিভাগ ব্যাতীত) ১৩,০৭০ টাকা থেকে কমিয়ে (৩০.৩৭%) ৯,১০০ টাকা এবং লোক প্রশাসন ও অর্থনীতি বিভাগে ১২,২৪০ টাকা থেকে কমিয়ে (৩০.৫৬%) ৮,৫০০ টাকা করা হয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি