ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

কুরবানির পশুর অঙ্গ নিয়ে ব্যবসায়ীরা বিপাকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ৬ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

নানা কাজে ব্যবহার হয় কুরবানির পশুর অঙ্গ। এ বছর এসব অঙ্গ রপ্তানি অনিশ্চিত। তাই বিপাকে কুরবানির পশুর অঙ্গ ব্যবসায়ীরা। লোকসানের পাশাপাশি ব্যবসা বন্ধের শঙ্কায় প্রহর গুণছে তারা। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তার দাবি তাদের।

কোরবানির পশুর শিং, কান, হাড়, চর্বি ও জননতন্ত্রের বিভিন্ন অংশ সাধারণত ফেলে দেয়া হয়। এই ফেলে দেয়া অংশ হাজারিবাগের এই ব্যবসায়ীদের কাছে অনেক মূল্যবান। 

গরুর হাড় ও শিং দিয়ে তৈরি হয় ক্যাপসুলের খোসা, হাড়ের গুঁড়ার ব্যবহার আছে সিরামিক ও প্লাস্টিক শিল্পে। কিছু অঙ্গ শুকিয়ে রপ্তানি করা হয় চীন এবং দক্ষিণপূর্ব এশিয়ার কিছু দেশে।

বছরে দেড়শ কোটি টাকারও বেশি আয় হয় এসব উচ্ছিষ্ট রপ্তানি করে। এসব প্রান্তিক ব্যবসায়ী এখনো সরকার ঘোষিত সহায়তা প্যাকেজগুলোর বাইরে। 

উচ্ছিষ্ট ব্যবসায়িরা জানালেন, ‘করোনার কারণে তারা ক্ষতিগ্রস্থ, উচ্ছিষ্ট ক্রয় করতে পারলেও বিক্রি করতে পারছেন না, কোন উপায় না পেয়ে কম দামে উচ্ছিষ্ট বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।’ পশুর ফেলে দেয়া অঙ্গ প্রক্রিয়াজাতের সাথে জাড়িত শ্রমিকরাও এবার পড়েছেন বড় ক্ষতির মুখে। 

নিউজটি ভিডিওতে দেখুন-

 

এসইউএ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি