ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বৃহত্তর ধানুয়াঘাটা সোসাইটি

প্রকাশিত : ২২:৪৮, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

পাবনা জেলার ধানুয়াঘাটা কেন্দ্রিক ফরিদপুর, চাটমোহর, আটঘরিয়া, ভাঙ্গুড়া উপজেলার ৩১টি স্কুলের জেএসসি ও পিইসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ জন ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে বৃহত্তর ধানুয়াঘাটা সোসাইটির পক্ষ থেকে। আজ শুক্রবার সোসাইটির সভাপতি মো. মনিরুল ইসলাম মনিরের স্বার্বিক তত্বাবধানে বিকেল ৩টায় অনুষ্ঠান শুরু হয় এবং সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়।

ধানুয়াঘাটা বাজারে এক অনুষ্ঠানে অতিথি ছিলেন- মোহাম্মাদ ওবায়দুর রহমান, ওসি, ফরিদপুর, চেয়ারম্যান মো. সেলিম রেজা, অধ্যক্ষ মো. তোরাব আলীসহ সব স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং স্থানীয় জনসাধারণ।
প্রত্যন্ত পল্লীর ছাত্রছাত্রীদেরকে শিক্ষায় উৎসাহিত এবং মুক্তিযুদ্ধের প্রেরণায় সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি