কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো অ্যালেক্স ডগোপেলভ
প্রকাশিত : ১৯:০০, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:০০, ২৪ ফেব্রুয়ারি ২০১৭
রিও ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ইউক্রেন টেনিস তারকা অ্যালেক্স ডগোপেলভ।
শীর্ষে উঠার লড়াইয়ে হোরাসিও জেবালোসকে হারিয়েছেন অ্যালেক্স ডগোপেলভ। হোরাসিওর বিপক্ষে জয় পেয়েছে ২-১ ব্যবধানে। প্রথম সেটে প্রতিদ্বন্দ্বীতামূলক খেলা গড়ে তোলে দুজন। শেষ পর্যন্ত প্রথম সেটে ৭-৬ ব্যবধানে জয় নিয়ে এগিয়ে যান ২৮ বছর বয়সী অ্যালেক্স। পিছিয়ে পরে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান হোরাসিও। দ্বিতীয় সেটে ৬-৪ ব্যবধানে জয় নিয়ে সমতায় ফিরেন আর্জেন্টাইন হোরাসিও। তৃতীয় ও শেষ সেটে ৬-৪ ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন ইউক্রেন তারকা অ্যালেক্স।
আরও পড়ুন