ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

ক্রিসেন্ট এন্টারপ্রাইজের নতুন সার্ভিস সেন্টার উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর ৬০ ফিট এলাকায় উদ্বোধন হলো ইয়ামাহার প্লাটিনাম ডিলার ক্রিসেন্ট এন্টারপ্রাইজের নতুন সার্ভিস সেন্টারের।

গতকাল বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে গ্লোবাল ম্যানেজার তমহিরো তানাকা, জাপানের ইয়ামাহা মোটর করপোরেশন ও এসিআই মটরস এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুরু থেকেই ক্রিসেন্ট এন্টারপ্রাইজ ইয়ামাহা মোটরসাইকেল এর বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা দিয়ে গ্রাহকদের আস্থা অর্জন করে। এরই ধারাবাহিকতায় গ্রাহকদেরকে আরও যুগোপযোগী ও উন্নততর সেবা প্রদানের জন্য ক্রিসেন্ট এন্টারপ্রাইজ দুই হাজার ২০০ বর্গফুট আয়তনের বাইক সার্ভিসিং সেন্টারের উদ্বোধন করল, যেখানে একসঙ্গে ১২টিরও বেশি মোটরসাইকেল সার্ভিসিং করা যায়। নতুন এই সার্ভিস সেন্টারটিতে গ্রাহকরা অনলাইন রিজার্ভেশনের মাধ্যমেও সেবা নিতে পারবেন। ইয়ামাহা’র সব ধরনের জেনুইন পার্টস এর সহজলভ্যতাও নিশ্চিত করবে নতুন এই সার্ভিস সেন্টারটি।   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি