ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

খুলছে শাবিপ্রবির হল 

শাবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত : ২২:১২, ১৩ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ০৮:৩৮, ১৪ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার থেকে হল খোলার পর মঙ্গলবার থেকে অনলাইনে চালু হবে ক্লাস।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন এ কথা জানিয়েছেন। রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। 

তিনি বলেন, “সরকারের কোন বিধি নিষেধ না থাকলে স্বাস্থ্য বিধি মেনে আগামী ২২ ফেব্রেুয়ারি থেকে স্বশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হবে।”

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি ছাত্রীদের সাথে অসদাচরণের অভিযোগ এনে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। পরে ১৬ জানুয়ারি পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে অর্ধশতাধিক শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীকে আহত করলে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। 

এরপর ওই দিন রাতে অনিদিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও হলগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে গত শুক্রবার শিক্ষামন্ত্রী দীপু মনির আহ্বানে শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। উপাচার্যের দুঃখ প্রকাশের পর শিক্ষামন্ত্রীর আশ্বাসে আপাতত আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।  

আরকে/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি