ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গৌরবোজ্জ্বল পথচলার ৫৫ বছরে বিটিভি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০, ২৫ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ০৯:০৩, ২৫ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আজ গৌরবোজ্জ্বল পথচলার ৫৫ বছরে পা রাখল। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর সরকারি এই প্রচার মাধ্যমটি যাত্রা শুরু করে। তৎকালীন ঢাকার ডিআইটি ভবনের নিচতলায় জাপানের নিপ্পন ইলেকট্রিক কোম্পানির সহযোগিতায় বিটিভির যাত্রা শুরু হয়।

১৯৬৭ সালে টেলিভিশন করপোরেশন ও স্বাধীনতার পর ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে সরকারি গণমাধ্যমে রূপান্তরিত হয় বিটিভি। ১৯৭৫ সালের ৯ ফেব্রুয়ারি রামপুরায় টেলিভিশন কেন্দ্র স্থানান্তরিত হয়।
১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর চট্টগ্রামে বিটিভির একটি নতুন পূর্ণাঙ্গ কেন্দ্র স্থাপিত হয়। ২০০৪ সালের ২১ এপ্রিল থেকে পৃথক চ্যানেলে বিটিভি ওয়ার্ল্ড এবং ২০১২ সালের ৫ নভেম্বর থেকে বিটিভির অনুষ্ঠানমালা ২৪ ঘণ্টা স্যাটেলাইট সম্প্রচার করা হচ্ছে।
বর্তমানে ১৪টি উপকেন্দ্রের মাধ্যমে ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান সারাদেশে রিলে করা হয়। মুক্তিযুদ্ধের চেতনায় সমাজজীবন, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি এবং বয়সভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে বিটিভি।

৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আজ দিনভর বিটিভি প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি