ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে হরতাল ডেকেছে সিপিবি এবং বাসদ

প্রকাশিত : ১৯:৩১, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৩১, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২৮ ফেব্র“য়ারি রাজধানীতে আধাবেলা হরতাল ডেকেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হরতালের কথা জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী। এ’ সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ২৮ ফেব্র“য়ারি রাজধানী ঢাকায় সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত আধাবেলা হরতাল পালিত হবে। বিবৃতিতে সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান সই করেছেন। তবে, এসএসসি পরীক্ষার কেন্দ্র ও পরীক্ষার্থীদের বহনকারী যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি