ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

চট্টগ্রামের হাটহাজারীতে যাত্রা শুরু করল এনআরবি গ্লোবাল ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৩, ৮ জুন ২০১৭ | আপডেট: ১৮:২৩, ৮ জুন ২০১৭

Ekushey Television Ltd.

আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্র“তি নিয়ে চট্টগ্রামের হাটহাজারীতে যাত্রা শুরু করল নতুন প্রজম্মের আর্থিক প্রতিষ্ঠান এনআরবি গ্লোবাল ব্যাংক।
হাটহাজারী ইছাপুরে ৩৯তম শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, উৎকর্ষ ব্যাংকিং সেবা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটি দেশ এবং দেশের বাইরে তাঁর স্বকিয়তা বজায় রেখে দ্রুত এগিয়ে যাচ্ছে। আগামীতে ব্যাংকটি নতুন নতুন শাখা সম্প্রসারনের মাধ্যমে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উদ্যোক্তা পরিচালক শাহজাহান মিয়া, ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারসহ গ্রাহকরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি