চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের নতুন রেকর্ড
প্রকাশিত : ১৯:৪১, ৪ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৯:৪৮, ৪ সেপ্টেম্বর ২০১৭

টেস্টে ব্যাটিং পজিশনের প্রথম পাঁচ বাঁহাতি ব্যাটসম্যানকে নামিয়ে রেকর্ড করলো বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের প্রথম দিনে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে এ রেকর্ড গড়ে টাইগাররা। এর আগে কখনও এমনটা ঘটেনি।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাংটিয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। উদ্বোধনী জুটি হিসেবে ক্রিসে আসেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। নাথান লায়নের ঘূর্ণি বলে প্রথমে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হন তামিম। এর পর ক্রিসে আসেন ইমরুল কায়েস। তামিমের দেখানো পথেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরেন ইমরুল কায়েসও। লাঞ্চের ঠিক আগে সৌম্য সরকার আউট হলেন দলের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে। পাঁচে ব্যাট করতে নামলেন সাকিব আল হাসান। ব্যাটিং পজিশনের একটি জায়গায় চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ গড়ল রেকর্ড। প্রথম ৫ জনই বাঁহাতি ব্যাটসম্যান বাংলাদেশের এই প্রথম!
তামিমের সঙ্গে ইনিংস শুরু করেছিলেন যথারীতি সৌম্য। তিনে ইমরুল কায়েস। দলে ফেরা মুমিনুল হক চারে। পাঁচে সাকিব। এর আগে টেস্ট ইতিহাসে প্রথম ৫ ব্যাটসম্যানই বাঁহাতি ছিল মাত্র দুবার। প্রথমবার ছিল ২০০২ সালে। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ৫ জনই ছিলেন বাঁহাতি।
শ্রীলঙ্কার ওই ইনিংস শুরু করেছিলেন মাইকেল ভ্যানডর্ট ও জিহান মুবারক। তিনে নেমেছিলেন নাভিদ নওয়াজ। চারে হাশান তিলকরত্নে। সনাৎ জয়াসুরিয়া খেলেছিলেন পাঁচে।
পরের বার ২০১০ সালে শ্রীলঙ্কার প্রতিপক্ষ ছিলো ওয়েস্ট ইন্ডিজ। পাল্লেকেলে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শুরু করেছিলেন ক্রিস গেইল ও ডেভন স্মিথ। তিনে খেলেছিলেন ড্যারেন ব্রাভো, চারে শিবনারায়ন চন্দরপল। আর পাঁচে খেলেছিলেন ব্রেন্ডন ন্যাশ।