ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

চরফ্যাশনে ভেসে এলো পাথর বোঝাই বিদেশি জাহাজ

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৭, ১৫ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরের কাছে ভেসে এসেছে ‘আলকুবতান’ নামের একটি বিদেশি জাহাজ।
 
বৃহস্পতিবার সকালে বিছিন্ন দ্বীপ চরনিজামের পূর্ব পাশে স্থানীয়রা জাহাজ টি ভাসমান অবস্থায় দেখতে পায়।

লোকজনবিহীন জাহাজটিতে রয়েছে একটি ভেকু মেশিন,একটি পাথর ভাঙার মেশিন,পাথর সহ অন্যান্য প্রয়োজনীয় মালামাল।
 
স্থানীয়দের ধারণা জাহাজটিতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল রয়েছে।

জাহাজটি ভাসমান অবস্থায় এবং লোকহীন দেখে লোকজন স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে জানায়। 

ঢালচর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার বলেন, ‘‘জাহাজটি চরনিজামের পূর্ব পাশে ভাসমান অবস্থা দেখতে পেয়ে  স্থানীয়রা আমাকে জানায়। বৈরী আবহাওয়ার কারণে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। তবে জাহাজটিকে হেফাজতে আনার চেষ্টা চলছে।’’

উপজেলা নির্বাহী অফিসার  আল নোমান রাহুল বলেন, আলকুবতান নামের একটি আরব আমিরাতের বিদেশি জাহাজ চরনিজামে ভেসে এসেছে শুনছি। চরমানিকা কোষ্ট গার্ডসহ স্থানীয় থানা পুলিশকে বলা হয়েছে। রাতে মনপুরা থানা পুলিশের হেফাজতে পাহারার ব্যবস্থা করা হবে।

এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি