ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

মোংলায় পৌঁছল ভারতের দুই যুদ্ধ জাহাজ

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৮, ২৪ মে ২০২২ | আপডেট: ১৭:০০, ২৪ মে ২০২২

সমুদ্র মহড়ায় যোগ দিতে মোংলায় পৌঁছেছে "মিসাইল করভেট আইএনএস কোরা" ও "অফশোর পেট্রোল ভেসেল আইএনএস সুমেধা" নামে ভারতের দুটি যুদ্ধ জাহাজ। মঙ্গলবার (২৪ মে) বিকেল ৪টায় জাহাজ দুটি মোংলা বন্দর কর্তৃপক্ষের ৯ নম্বর জেটিতে নোঙ্গর করে। 

এসময় মোংলা নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন মোশারফ হোসেনের উপস্থিতিতে সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজ দুটিকে অভিবাদন জানায়। 

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরইশ্বামীও এসময় উপস্থিত ছিলেন।

বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় দুই দেশের নৌবাহিনীর চতুর্থবারের মত অনুষ্ঠিত যৌথ টহল "করপ্যাট" ও দ্বিপাক্ষিক মহড়ায় যোগ দিবে জাহাজ দুটি। বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের মধ্যেকার পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও জোরদারকরণের লক্ষ্যে ২০১৮ সাল থেকে এই যৌথ মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে। 

এর আগে ভারতের যুদ্ধ জাহাজ বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছলে বাংলাদেশের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ "আবু উবায়দা এবং আলী হায়দার" ওই জাহাজ দুটিকে অভ্যার্থনা জানিয়ে মোংলা বন্দরের জেটিতে নিয়ে আসে। 

ভিনদেশী যুদ্ধ জাহাজ "মিসাইল করভেট আইএনএস কোরা জাহাজে ১৪ পদস্থ কর্মকর্তাসহ ১২১ জন নাবিকের নেতৃত্বে আছেন কমান্ডার প্রদীপ কুমার এবং "অফশোর পেট্রোল ভেসেল আইএনএস সুমেধা" জাহাজে ১২ পদস্থ কর্মকর্তাসহ ১১০ জন নাবিকের নেতৃত্বে কমান্ডার সুমিত মালিক রয়েছেন বলে মোংলা নৌঘাঁটি সূত্র জানায়। 

পরে সমুদ্র মহড়া উপলক্ষ্যে বাংলাদেশে অবস্থানকালে ভারতের জাহাজ দুটির নৌ সেনারা খুলনা নৌ অঞ্চলের কমান্ডার ফ্লোটিলা ওয়েষ্টের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

ভারতের যুদ্ধ জাহাজ দুটি আগামী ২৬ মে মোংলা ত্যাগ করবে বলেই জানা গেছে।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি