ঢাকা, রবিবার   ০৯ নভেম্বর ২০২৫

চাঁদপুরে এতিমখানার ছাদ ধসে অর্ধশত ছাত্র আহত (ভিডিও)

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:০০, ২৪ নভেম্বর ২০১৯ | আপডেট: ১০:২৯, ২৪ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

চাঁদপর জেলার মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি আল-আমিন এতিমখানার পরিত্যক্ত ভবনের ছাদ ধসে অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছে।

শনিবার দিনগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরিত্যক্ত ৪ তলা ভবনটির দ্বিতীয় তলায় ছাদে শিক্ষকদের সঙ্গে শতাধিক শিক্ষার্থী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়ার বিষয়ে একত্রিত হলে এ দুর্ঘটনার শিকার হয়। একত্রিত হওয়া শিক্ষার্থীরাসহ ছাদের মাঝখানের অংশ ধসে নিচে পড়ে যায়।

ঘটনার পরেই স্থানীয়দের ও মাদ্রাসার অন্য শিক্ষার্থীদের সহযোগিতায় আহতদের মতলব উত্তর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহতদের মধ্যে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রায় ৪৪ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১২ জন। গুরুতর আহত এক শিশু শিক্ষার্থীকে ঢাকায় রেফার করা হয়েছে। ঘটনার খবর পেয়ে চাঁদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও দুই উপজেলার নির্বাহী কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, ঘটনাস্থল পরিদর্শনসহ সব আহতদের সঙ্গে কথা বলা হয়েছে। তারা এখন ভাল আছে। যারা গুরুতর আহত হয়েছেন তাদের চিকিৎসা দেয়া হয়েছে। আমরা সব আহত শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসার খোঁজ খবর রাখছি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি