ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

চামড়া শিল্পের সবকিছু এক মেলায়

প্রকাশিত : ১৮:৪৭, ২৮ জুন ২০১৯

Ekushey Television Ltd.

দেশের চামড়া শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরতে ‘বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার, প্রিন্ট টেক বাংলাদেশ এবং গার্টেক্স-বাংলাদেশ এক্সপো’র আয়োজন করেছে লিমরা ট্রেড ফেয়ারস অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন।

শুক্রবার (২৮ জুন) দ্বিতীয় দিনের মতো রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে চলছে এ প্রদর্শনী। ছুটির দিন হওয়ায় বিকেলে মেলায় বাংলাদেশি উদ্যাক্তা ও সাধারণ ক্রেতারা ভিড় করেছেন। প্রদর্শনীতে শুধু দেশীয় প্রতিষ্ঠান নয়, বিশ্বের ১৩টি দেশের দুইশর বেশি পণ্য নিয়ে ৩৩৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

সরেজমিনে দেখা যায়, এসব স্টলে রয়েছে গার্মেন্টস টেকনোলজি, টেক্সটাইল টেকনোলজি, নন-উইভেন টেকনোলজি, এক্সেসরিজ মেকিং মেশিনারি, ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি ইক্যুপমেন্ট, লেদার অ্যান্ড ফুটওয়্যার, লেদার অ্যান্ড লেদার গুডস, কেমিক্যালস অ্যান্ড এক্সেসরিজসহ বিভিন্ন সামগ্রী। চামড়ার জুতা, ব্যাগসহ নিত্যব্যবহার্য জিনিসপত্রও মিলছে। এসব পণ্য দেখতে ও কিনতে আসছেন দর্শনার্থীরা।

প্রদর্শনী চলবে শনিবার (২৯ জুন) পর্যন্ত। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রয়েছে এ প্রদর্শনী।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি