ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

চিলমারীতে বাড়ছে ডায়রিয়া

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:২৮, ৭ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

কুড়িগ্রামের চিলমারীতে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এক সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন রোগী ভর্তি হয়েছে। ভর্তি হওয়া রোগীর মধ্যে শিশুর সংখ্যাই বেশি। 

চিকিৎসকরা জানান, আবহাওয়ার কারণেই এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক সপ্তাহে ডাইরিয়া আক্রান্ত হয়েছেন ১৮জন। এর মধ্যে ১২ জনই শিশু। 

চিকিৎসা নিতে আসা এক শিশুর অভিভাবক জানান, "আমার ছেলের হঠাৎ করে পাতলা পায়খানা শুরু হয়। পরে হাসপাতালে ভর্তি করেছি। চিকিৎসকরা বলছেন ডায়রিয়া হয়েছে।"

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, “আবহাওয়া পরিবর্তনের কারণে ডাইরিয়া আক্রান্তের সংখ্যা বেড়েছে। হাসপাতালে পর্যাপ্ত ঔষধ আছে। এ সময়ে সবাইকে সচেতন থাকতে হবে। আর স্বাভাবিক খাবার খেতে হবে।”

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি