ঢাকা, রবিবার   ০৯ নভেম্বর ২০২৫

ছাত্রদলে যোগ দেওয়া নিয়ে ভিপি নুরের বক্তব্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ২ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ’র (ডাকসু) সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেছিলেন, সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর জাতীয়তাবাদী ছাত্রদলে এ যোগ দেওয়ার জন্য তদবির করছেন। তবে বিষয়টি মিথ্যা বলে দাবি করেছেন ভিপি নূর। 

রোববার এক সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন বলেন, ‘নুর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে পদ নেওয়ার জন্য লবিং-তদবির করছেন। যেহেতু ছাত্রদল বিবাহিতদের সংগঠন, তাই নূরের সেখানে পদ নিতে আরও সুবিধা হবে।’

পরে একটি পাল্টা সংবাদ সম্মেলন করে ভিপি নুর বলেন, ‘এটি আসলে তাদের প্রোপাগান্ডা। এটি তারা শুরু থেকেই চালাচ্ছে। আমাদের জনপ্রিয়তায় তারা ইর্ষান্বিত হয়ে আগেই এ রকম প্রোপাগান্ডা চালিয়েছে।’ সাদ্দামের বক্তব্যের জবাবে নুর বলেন, ‘ডাকসুর ভিপি এ পরিচয়ই অ্যানাফ (যথেষ্ট)। তিনি সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি। ছাত্রদল বা ছাত্রলীগের পরিচয় তার লাগবে না। আর এটি লাগেও না।’ সাদ্দাম পুরোপুরি সুস্থ নেই। তিনি এখনো অসুস্থ। মানসিকভাবেও তিনি পুরোপুরি সুস্থ নন। তার ভালো ডাক্তার দেখানো উচিত বলেও মন্তব্য করেন ডাকসু ভিপি।

নূর বলেন, ‘তারা বলেছে, জামায়াত-শিবির ও বিএনপির উসকানিতে আমরা আন্দোলন করি। আমরা কারও এজেন্ডা নিয়ে ডাকসুতে আসিনি। এগুলো তাদের অনেক আগে থেকেই অভিযোগ। এটিকে আমরা পাগলের প্রলাপ ছাড়া ভালো মানুষের কথা বলে আখ্যায়িত করছি না। তারা নিজেরাই নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। একজন ছাত্র প্রতিনিধি সাত বছর ফেল করে এখনো অনার্সের দরজা পার হতে পারেনি। সুতরাং তার মুখ থেকে নীতি কথা আশা করা যায় না। বেফাঁস কথাবার্তা তার মুখ থেকে আসাটা অস্বাভাবিক কিছু নয়।’

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি