জবির সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: উপদেষ্টা মাহফুজ
প্রকাশিত : ০৯:৩০, ১৫ মে ২০২৫

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সমস্যা সমাধানে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ সংকটের বিষয়ে প্রধান উপদেষ্টা অবগত হয়েছেন।
বুধবার (১৪ মে) রাত ১০টায় কাকরাইল মসজিদের সামনে আন্দোলনরত জবি শিক্ষার্থীদের সামনে এসে তিনি এসব কথা বলেন।
এর আগে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রতিনিধি দল।
জবি শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে তারা যৌক্তিক দাবির বিষয়ে অবগত করার জন্য বসতে চেয়েছেন। এটা করার সুযোগ তারা পাবেন। এ ছাড়া জবি ভিসি প্রধান উপদেষ্টার সঙ্গে বসবেন। এটা এক দুই দিনের বিষয় না। আমাদের বারবার বসে এর সমাধান খুঁজতে হবে।
তিন দফা দাবি নিয়ে উপদেষ্টা বলেন, ‘তাদের দাবিগুলো অযৌক্তিক না, তবে সময় লাগবে। এগুলো দীর্ঘ প্রসেসিং এর একটা বিষয়।’
তিনি আরও বলেন, রিলেভেন্ট মিনিস্ট্রিও অবগত। আশা করি, তাদের সমস্যা দূরীভূত হবে; বিশেষ করে বাজেটের বিষয়ে। আরো কীভাবে সমস্যা সমাধান করা যায়, তা আমরা দেখব।
এদিকে উপদেষ্টা মাহফুজের বক্তব্যে অসন্তুষ্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষার্থীরা চালিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়ে আছেন। শিক্ষার্থীরা এ মুহূর্তে আলোচনায় বসেছেন আন্দোলনের ব্যাপারে।
এএইচ
আরও পড়ুন