জরিমানা গুণতে হলো তামিমকে
প্রকাশিত : ২১:৫৯, ৩১ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:০৮, ১ সেপ্টেম্বর ২০১৭

অষ্টেলিয়া বধে টাইগারদের প্রতি পদক্ষেপে হিসেব করে চলতে হয়েছে। লড়াই হয়েছে ব্যাটে-বলে। তবে বুধবার সকালে শুধু ব্যাটে-বলে লড়াই হয়নি, বাংলাদেশ-অস্ট্রেলিয়ার কথার লড়াইও জমে ছিল বেশ। বিশেষ করে তামিম ইকবালের সঙ্গে ম্যাথু ওয়েডের কথার লড়াই শেষ পর্যন্ত জরিমানায় গিয়ে ঠেকল। আর এই জরিমানা গুণতে হলো তামিমকে। ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তামিমকে। যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
বুধবার ঢাকা টেস্টের চতুর্থ দিন সকালে যখন আউট হয়ে ড্রেসিংরুমের দিকে যাচ্ছিলেন ওয়েড, তখন তাঁকে কিছু একটা বলেন তামিম। তখনও ওয়েড তামিমের দিকে খানিকটা তেড়ে যান। এ সময় বাংলাদেশ দলের ওপেনার হাত নাড়িয়ে ওয়েডকে ড্রেসিংরুমের পথ দেখিয়ে দেন। এতে ওয়েড আরও চটে যান। সতীর্থ আর আম্পায়ারদের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি।
অষ্ট্রিলিয়া-বাংলাদেশ প্রথম টেস্টে আরও অভিযোগ ওঠে তামিমের বিরুদ্ধে। ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ বারবার গ্লাভস বদলানোয় আম্পায়ারদের কাছে অভিযোগ করতে গিয়ে তর্কে জড়ান তিনি। ম্যাচ শেষে এই দুটি বিষয় নিয়ে রিপোর্ট করেন আম্পায়াররা। ম্যাচ রেফারির কাছে তামিম স্বীকার করে নেন নিজের দায়। আনুষ্ঠানিক শুনানির তাই প্রয়োজন পড়েনি।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, আচরণবিধির ২.১.১ ধারা ভেঙেছেন তামিম, যেটি খেলাটির চেতনাবিরোধী। আগে আরও একটি পয়েন্ট থাকায় তামিমের ডিমেরিট পয়েন্ট দাঁড়াল দুই। গত ১৬ মার্চ শ্রীলঙ্কা সফরে কলম্বো টেস্টে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি।
সূত্র: আইসিসি।