ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

জাপানে পণ্যবাহী জাহাজ ডুবে নিখোঁজ ১৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ২৫ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১১:০৫, ২৫ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে একটি মালবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। জাহাজ থেকে চার ক্রুকে উদ্ধার করা হলেও এ ঘটনায় এখনও নিখোঁজ ১৮ জন। তাদেরকে উদ্ধারে অনুসন্ধান চালানো হচ্ছে। খবর এএফপি’র।

মঙ্গলবার রাতে ওই দুর্ঘটনা বলে দেশটির কোস্টগার্ড জানিয়েছে।

কোস্টগার্ডের একজন নারী মুখপাত্র এএফপি’কে বলেছেন, ‘স্থানীয় সময় সকাল ৭টা ১৭ মিনিটে চীনের চার নাগরিককে উদ্ধার করা হলেও অবশিষ্ট ১৮ জনকে উদ্ধারে অভিযান চলছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, এ উদ্ধার কাজে সহায়তা করতে একটি বিমান ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং দুটি জাহাজ পথে রয়েছে।

কোস্টগার্ড জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে জাহাজটি থেকে সাহায্যের আবেদন জানানো হয়। তবে জাহাজটি যেখানে অবস্থান করছিল সেখানে পৌঁছানো অনেকটা কঠিন ছিল। 

জাহাজটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম জাপানের প্রত্যন্ত এবং জনবসতিহীন ডাঞ্জো দ্বীপপুঞ্জের প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে।

জাহাজটিতে ১৪ জন চীনা এবং ৮ জন মিয়ানমারের নাগরিক রয়েছে বলে জানিয়েছে জাপানের কোস্টগার্ড। (বাসস)

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি