ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

জাপান ফেয়ার ট্রেড ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৮, ২৫ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

জাপান ফেয়ার ট্রেড কমিশন ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কর্মকর্তাদের মধ্যে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মেলন কক্ষে ২৫ নভেম্বর ২০১৯ এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জাপান ফেয়ার ট্রেড কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সুয়াজোনো সাদাকি এর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন মো. মফিজুল ইসলাম এর নেতৃত্বে কমিশনের সদস্য ও কর্মকর্তাসহ বাণিজ্য মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ট্যারিফ কমিশন, বিএফটিআই এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উভয় পক্ষের মধ্যে এমওইউ স্বাক্ষর, কারিগরি সহায়তা প্রদান এবং প্রতিযোগিতা আইন বাস্তবায়নে প্রতিবন্ধকতা বিষয়ে আলোচনা হয়। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি