ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

জিম্মি ঘটনার সফল অভিযানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫:০৭, ২ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:০৭, ২ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

জিম্মি ঘটনার সফল অভিযানের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গী ও সন্ত্রাসবাদ প্রতিরোধের জন্য জনগণকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪ লেনের ঢাকা চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কের উদ্বোধন করে তিনি বলেন, দেশ যখন এগিয়ে যায়, তখনই ষড়যন্ত্রকারীরা আঘাত করে চলেছে। দেশে জঙ্গীবাদ ঠাঁই পাবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সাথে গণমাধ্যমকেও দায়িত্বশীল আচরণ করার আহবান জানিয়েছেন তিনি। দেশের অগ্রগতির আরেকটি ধাপ ঢাকা চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ জাতীয় মহাসড়কের চার লেনের উদ্বোধন। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সড়ক দুটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের আগে সড়ক দুটিকে জাতির জন্য উপহার হিসেবে ঘোষনা করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি গুলশানে জিম্মি ঘটনার প্রসঙ্গে বলেন, সব বাহিনীর সহায়তায় জিম্মি উদ্ধার অভিযান অনেকটা সফল হয়েছে। ধর্মের নামে জঙ্গীবাদমূলক এসব অপকর্ম প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহবান জানান তিনি। তবে, জিম্মি উদ্ধার অভিযানকালীন দেশের কয়েকটি গণমাধ্যমের দায়িত্বহীনতার কড়া সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তখনই এসব ষড়যন্ত্র করা হচ্ছে। তবে যত বাধাই আসুক না কেন অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবেনা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি