ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

টিকেট পেতে কমলাপুর স্টেশনে দীর্ঘ লাইন

প্রকাশিত : ১২:৩৯, ২৭ জুন ২০১৬ | আপডেট: ১৪:২৮, ২৭ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ঈদ উপলক্ষ্যে ট্রেনের বিশেষ টিকিট বিক্রির শেষ দিনে দীর্ঘ লাইন কমলাপুর রেল স্টেশনে। দীর্ঘ সময় অপেক্ষার পরও কাঙ্খিত টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। এদিকে ঈদে বাড়ি যেতে লঞ্চ ও বাসের টিকিটের জন্য ছুটছেন অনেকেই। তবে তুলনামূলকভাবে ভিড় কম বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঈদ উপলক্ষ্যে ৫দিন ব্যাপি বিশেষ টিকিট বিক্রির শেষ দিনেও কমলাপুর স্টেশন চত্তরে মানুষের উপচেপড়া ভিড়। সোনার হরিন, টিকিট পেতে আগের দিন দুপুর থেকেও লাইনে দাড়িয়ে ছিলেন অনেকেই। তবে কাঙ্খিত টিকিট না পাওয়ায় অনেকেই হতাশ হয়েছেন। আবার কেউ কেউ যা পেয়েছেন তাতেই সন্তুষ্ট। রেল কর্তৃপক্ষ বলছে, প্রায় সব কটি স্টেশন থেকে টিকিট কাটা যায়। এ পরিস্থিতিতে কমলাপুর স্টেশন থেকে সবার জন্য কাঙ্খিত টিকিট পাওয়া কঠিন। এদিকে ঝামেলা এড়াতে লঞ্চে অনেকেই বাড়ী যেতে শুরু করেছেন। একই সঙ্গে কাউন্টারগুলোতে দেয়া হচ্ছে আগ্রিম টিকিট। অন্যদিকে বাসের অগ্রিম টিকিট বিক্রি প্রায় শেষ হয়ে গেছে আগেই। এরপরেও অনেকেই কাউন্টারে যাচ্ছেন টিকিট সংগ্রহ করতে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি